Print

শ্রীশ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম

।। নারায়ণ প্রণাম ।।

ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গো-ব্রাহ্মণ হিতায় চ।

জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।

পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ।

ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি।।

 

।। শ্রীকৃষ্ণের প্রণাম ।।

কৃষ্ণায় বাসুদেবায় দেবকী-নন্দনায় চ।

অশেষ ক্লেষনাশায় গোবিন্দায় নমো নমঃ।।

হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে।

গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোহস্তুতে।।

 

।। শ্রীশ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম ।।

জয় জয় গোবিন্দ গোপাল গদাধর।

কৃষ্ণচন্দ্র কৃপা কর করুণাসাগর।।

জয় রাধি গোবিন্দ গোপাল বনমালী।

শ্রীরাধিকার প্রাণধন মুকুন্দ-মুরারী।।

হরিনাম বিনে ভাই গোবিন্দ নাম বিনে।

বিফলে এ মানব জনম যায় দিনে দিনে।।

দিন যে যায় মিছে কাজে রাত্রি যে যায় নিদে।

না ভজিনু রাধা-কৃষ্ণ চরণারবিন্দে।।

কৃষ্ণ ভজিবার লাগি সংসারেতে আইনু।

মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু।।

ফলরূপে পুত্র-কন্যা ডাল ভাঙি পরে।

কালরূপে এ সংসারে পক্ষী বাসা করে।।

কৃষ্ণ যখন জন্ম নিলেন দৈবকী উদরে।

আনন্দেতে দেবগণ পুষ্পবৃষ্টি করে।

বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে।

নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে।।

শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।।১।।

যশোদা রাখিল নাম যাদু বাছাধন।।২।।

উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।।৩।।

ব্রজবালক নাম রাখে রাখাল।।৪।।

সুবল সখা নাম রাখে কানাই।।৫।।

শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।।৬।।

ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।। ৭।।

কালোসোনা নাম রাখে রাধা বিনোদিনী।।৮।।

কুবজা রাখিল নাম পতিত-পাবন হরি।।৯।।

চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।।১০।।

অনন্ত রাখিল নাম অন্ত নাহি পাইয়া।।১১।।

কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া।।১২।।

কন্বমুনি নাম রাখে দেব চক্রপাণি।।১৩।।

বনমালী নাম রাখে বনের হরিণী।।১৪।।

গজহন্তী নাম রাখে শ্রীমধুসূদন।।১৫।।

অজামিল রাখে নাম দেব নারায়ণ।।১৬।।

পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।।১৭।।

দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধো।।১৮।।

সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।।১৯।।

ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০।।

দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।।২১।।

পশুপতি রাখে নাম গরুড় মহাবীর।।২২।।

যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।।২৩।।

বিদুর রখিল নাম কাঙ্গালের ঠাকুর।।২৪।।

বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি-স্থিতি।।২৫।।

ধ্রুবলোক নাম রাখে ধ্রুবের সারথি।।২৬।।

নারদ রাখিল নাম ভক্ত-প্রাণধন।।২৭।।

ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।।২৮।।

সত্যভামা নাম রাখে সত্যের সারথি।।২৯।।

জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি।।৩০।।

বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।।৩১।।

অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার।।৩২।।

ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।।৩৩।।

পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারি।।৩৪।।

কুঞ্জকেশী রাখে নাম বলি সদাচারী।।৩৫।।

প্রহ্লাদ রখিল নাম নৃসিংহ মুরারী।।৩৬।।

বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।।৩৭।।

বিশ্বাবসু নাম রাখে নবজলধর।।৩৮।।

সম্বর্ত্তক নাম রাখে গোবর্দ্ধনধারী।।৩৯।।

প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।।৪০।।

অদিতি রাখিল নাম অরাতি সূদন।।৪১।।

গদাধর নাম রাখে যমল অর্জ্জুন।।৪২।।

মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল।।৪৩।।

দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।।৪৪।।

বৃন্দবনচন্দ্র নাম রাখে বৃন্দাদূতি।।৪৫।।

বিরজা রাখিল নাম যমুনার পতি।।৪৬।।

বাণীপতি রাখে নাম গুরু বৃহস্পতি।।৪৭।।

লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।।৪৮।।

সান্দিপনি নাম রাখে দেব অন্তর্যামী।।৪৯।।

পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী।।৫০।।

পদ্মযোনি নাম রাখে অনাদির আদি।।৫১।।

নট-নারায়ণ নাম রাখিল সম্পাতি।।৫২।।

হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।।৫৩।।

ললিতা রাখিল নাম দূর্ব্বাদল শ্যাম।।৫৪।।

বিশাখা রাখিল নাম অনঙ্গ-মোহন।।৫৫।।

সূচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।।৫৬।।

আয়ান রাখিল নাম ক্রোধ-নিবারণ।।৫৭।।

চন্ডকোশী নাম রাখে কৃতান্ত-শাসন।।৫৮।।

জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি।।৫৯।।

গোপিকান্ত নাম রাখে সুদাম-ঘরণী।।৬০।।

ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।।৬১।।

দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ।।৬২।।

রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।।৬৩।।

সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।।৬৪।।

উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।।৬৫।।

অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।।৬৬।।

গুঞ্জমালী রাখে নাম নীল পীতবাস।।৬৭।।

সর্ব্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস।।৬৮।।

অষ্টসখি নাম রাখে ব্রজের ঈশ্বর।।৬৯।।

সুরলোকে নাম রাখে অখিলেশ্বর।।৭০।।

বৃষভানু রাখে নাম পরম ঈশ্বর।।৭১।।

স্বর্গবাসী রাখে নাম দেব পরাৎপর।।৭২।।

পুলোমা রাখেন নাম অনাথের সখা।।৭৩।।

রসসিন্ধু নাম রাখে সখি চিত্রলেখা।।৭৪।।

চিত্ররথ নাম রাখে অরাতি-দমন।।৭৫।।

পুলস্ত্য রাখেন নাম নয়নরঞ্জন।।৭৬।।

কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।।৭৭।।

ভান্ডারীক নাম রাখে পূর্ণ-শশধর।।৭৮।।

সুমালী রাখিল নাম পুরুষ-প্রধান।।৭৯।।

পুরঞ্জর নাম রাখে ভক্তগণ-প্রাণ।।৮০।।

রজকিনী নাম রাখে নন্দের দুলাল।।৮১।।

আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।।৮২।।

দেবকী রাখিল নাম নয়নের মণি।।৮৩।।

জ্যোতির্ময় নাম রাখে যাঞ্জবল্ক্য মুনি।।৮৪।।

অত্রিমুনি রাখেন নাম কোটি চন্দ্রেশ্বর।।৮৫।।

গৌতম রাখেন নাম দেব বিশ্বম্ভর।।৮৬।।

মরীচি রাখিল নাম অচিন্ত্য অচ্যুৎ।।৮৭।।

জ্ঞানাতিত নাম রাখে সৌনকাদি সুত।।৮৮।।

রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।।৮৯।।

বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল।।৯০।।

সিদ্ধগণ রাখে নাম পুতনা-নাশন।।৯১।।

সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।।৯২।।

ভাগুরি রাখিল নাম অগতির গতি।।৯৩।।

মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।৯৪।।

শুক্রাচার্য্য রাখে নাম অখিল-বান্ধব।।৯৫।।

বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।৯৬।।

যদুগণ নাম রাখে যদুকুলপতি।।৯৭।।

অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।।৯৮।।

অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।।৯৯।।

সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।১০০।।

পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর-ভ্রমরী।।১০১।।

ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী।।১০২।।

বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।।১০৩।।

মাধুরী রাখিল নাম গোপী-মনোহারী।।১০৪।।

মঞ্জুমালী রাখে নাম অভিষ্ট পূরণ।।১০৫।।

কুটিলা রাখিল নাম মদন-মোহন।।১০৬।।

মঞ্জরী রাখিল নাম কর্মবন্ধ-নাশ।।১০৭।।

ব্রজবধূ নাম রাখে পূর্ণ-অভিলাষ।।১০৮।।

দৈত্যারি দ্বারিকানাথ দারিদ্র-ভঞ্জন।

দয়াময় দ্রৌপদীর লজ্জা-নিবারণ।।

স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি।

বৈকুন্ঠে ক্ষীরোদশায়ী কমলার পতি।।

রসময় রসিক নাগর সানুপাম।

নিকুঞ্জবিহারী হরি নব-ঘনশ্যাম।।

শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর।

তারকব্রহ্ম সনাতন পরম ঈশ্বর।।

কল্পতরু কমললোচন হৃষীকেশ।

পতিত-পাবন গুরু জ্ঞান উপদেশ।।

চিন্তমণি চতুর্ভুজ দেব চক্রপাণি।

দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি।।

অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা।

নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা।।

নাম ভজ নাম চিন্ত নাম কর সার।

অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।।

শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান।

তথাপি না হয় কৃষ্ণ নামের সমান।।

যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি।

নামের সহিত আছেন আপনি শ্রীহরি।।

শুন শুন ওরে ভাই নাম সংকীর্ত্তন।

যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন।।

কৃষ্ণনাম হরিণাম বড়ই মধুর।

যেইজন ভজে কৃষ্ণ সে বড় চতুর।।

ব্রহ্মা আদি দেব যাঁরে ধ্যানে নাহি পায়।

সে দনে বঞ্চিত হলে কি হবে উপায়।।

হিরণ্যকশিপুর করি উদর বিদারণ।

প্রহ্লাদে করিলা কক্ষা দেব-নারায়ণ।।

বলিরে ছলিতে প্রভু হইল বামন।

দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ।।

অষ্টোত্তর শতনাম যে করে পঠন।

অনায়াসে পায় রাধা-কৃষ্ণের চরণ।।

ভক্তের বাঞ্ছা পূর্ণ করে নন্দেন নন্দন।

মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ।।

বকাসুর বধ আদি কালীয় দমন।

শ্রীশংকর কহে এই নাম সংকীর্ত্তন।।